আজ মুখরদিনে শুভক্ষনে বাতাস বলে কানে কানে
আনন্দ আজ প্রানে প্রানে কোটি কোটি জনতার
প্রিয় বাংলাদেশ আজ শুভ জন্মদিন তোমার
প্রিয় মাতৃভুমি আজ শুভ জন্মদিন তোমার
ওই ফাগুন বনে কৃষ্ণচুড়ায় চৈতি রাতের উদাস হাওয়ায়
ঘন বরষায় শ্রাবনধারায় সিক্ত এ অন্তর
মাগো বুকের খাচায় রাখবো তোমায় ভয় কিসে বলো আর
প্রিয় বাংলাদেশ আজ শুভ জন্মদিন তোমার
ওই মমতার স্নেহডোরে তোমার পথেঘাটে সোনাফলে দিনেরাতে
ওই স্নেহের চাদরে কাকডাকা ভোরে স্বর্গপ্রহর কাটে
মাগো পরতে পরতে জন্ম দিয়েছ বিপ্লবী চেতনার
প্রিয় বাংলাদেশ আজ শুভ জন্মদিন তোমার